ব্রাহ্মণবাড়িয়ায় জামাত-শিবিরের ৪ নেতা গ্রেপ্তার জেহাদী বই উদ্ধার
---
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় সরকার বিরোধী কর্মকান্ড জোরদার করার জন্য গোপন বৈঠক করার সময় জামাত-শিবিরের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমান সরকার বিরোধী জিহাদী বই উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে পৌর এলাকার ভাদুঘর টিএন্ডটি সংলগ্ন জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জেলার কসবা উপজেলার উভয় রাইতলা গ্রামের মোঃ জসিম উদ্দিনের দুই ছেলে, ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার ছাত্র-শিবিরের সভাপতি মোঃ জামিল উদ্দিন (২৩) ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ উদ্দিন-(১৮), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সবদলপুরের -মোঃ জয়নাল আবেদীনের ছেলে শিবির কর্মী মোঃ শিমুল মিয়া (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন এবং ছাত্র শিবির সদস্যদের আশ্রয় দাতা মোঃ জসিম উদ্দিন-(৪৮)।
এ সময় তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক জিহাদী বই, জামায়াত-শিবিরের রেজিষ্টারপত্র, সরকার বিরোধী ইসলামিক সিডি, ছাত্র শিবিরের রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রম বই, সরকার বিরোধী লিফলেট, জামায়াত শিবিরের চাঁদা রশিদ বই, বায়োডাটা ফরম, কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ, জামায়াত-শিবিরের কার্যক্রম ও সূচীপত্র সহ বিপুল পরিমান বইপত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায় আসামীরা ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে সরকার বিরোধী ধ্বংসাত্মক ও ক্ষতিকারক কার্যকলাপের উস্কানী দেওয়ার পরিকল্পনাসহ মহাসড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারী স্থাপনায় হামলার জন্য বৈঠকে মিলিত হয়েছিল।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।