শনিবার, ১০ই জুন, ২০১৭ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সদর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি মূলক সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন। দলের সুনাম অক্ষুন্ন রাখতে তৃনমূলের ভূমিকা অপরিসিম

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩০, ২০১৪

---

DSC09882ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগের ইতিহাস ঐতিহ্যর সুনাম অক্ষুন রাখতে হলে তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। দলীয় সিধান্ত গ্রহনে তৃনমূল নেতাদের মতামত কে গুরুত্ত দিতে হবে। সিধান্ত বাস্তবায়নে তৃনমূল নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে হবে। মেয়র  সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত তৃনমূল পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত কথা বলেন। সভায় সদর উপজেলা আওয়ামীলীগর সভাপতি মোঃ হাবিবুল্লাহ বাহারের সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আল মামুন সরকার। সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধূরী মন্টু, মজিবুর রহমান বাবুল, শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মুসলিম মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভুইয়া শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি এড. মাহবুবুল আলম খোকন। সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান সেলিম (চেয়ারম্যান), চৌধূরী আফজাল হোসেন নেছার, আলি আজম, আলম তারা দুলী, মনির হোসেন, জসিম উদ্দিন রানা, মাও. জাকির হোসেন, মুফতি নুরুল ইসলাম, কাজি খাইরুল। বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দর মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোবাস্বের আলম ভুইয়া, মোঃ নূর আলম, মোঃ নাছির, আব্দুল হাই ডিলার, ডাঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হক, শাহনুর খান, মাহফুজ খান, সিরাজুল ইসলাম খান, হাজী মতিউর রহমান, মানিক মিয়া, মোঃ আবুল বাশার, মোঃ হুমায়ন কবির দুলাল, শামিমা বেগম, জহিরুল হক মাস্টার, মোঃ আবুল কাশেম, বশির আহমেদ, নুর মোহাম্মদ খলিল প্রমুখ। সভায় আগামী ৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিতব্য সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী কে গণ সংবর্ধণা অনুষ্ঠান সফল করার লক্ষে বিভিন্ন গুরুত্ত পূর্ন সিধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠান সফল করতে সকলকে আহবান জানানো হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর