ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাঁচগাও বাজার এলাকা থেকে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেন্সিডিলসহ বকুল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । মঙ্গলবার রাতে মাদকসহ আটকৃত ব্যক্তি জেলার পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা মাধবপুর এলাকার গন্ববপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জেলার বিজয়নগরের পাঁচগাও বাজারে গভীর রাতে একটি বড় মাদকের চালান ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বকুল মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে জব্দকৃত বস্তা ও ব্যাগ তল্লাশী করে ২৬ কেজি গাঁজা এবং ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪২৩০০০/- টাকা। আসামীর বিরুদ্ধে জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।