মঙ্গলবার, ১৬ই জুলাই, ২০১৯ ইং ১লা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

উরুগুয়ের বিদায় করে সেমিতে পেরু

news-image

স্পোর্টস ডেস্ক।। টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল পেরু। পুরো ম্যাচে উরুগুয়েই খেলেছে দাপট দেখিয়ে। কিন্তু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত টাইব্রেকার ভাগ্যে কপাল পুড়ল তাদেরই।

সালভাদরে স্থানীয় সময় শনিবার বিকালে শেষ কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উরুগুয়েকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লিখিয়েছে পেরু। বিদায় হয়ে গেছে অস্কার তাবারেজের দলের।

দুই দল কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তাই গোলশূন্যই থাকল। উরুগুয়ে-পেরু, দুই দলের কোনোটিই জাল খুঁজে পেল না। বল দখল সমান সমান থাকলেও সুযোগ বেশি তৈরি করেছিল উরুগুয়ে। ৬টি শটের মধ্যে অন টার্গেট ছিল ৩টি। পেরু তো সবমিলিয়ে শটই নিতে পারে ৩টি। তার মধ্যে একটিও অন টার্গেট ছিল না।

ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পেয়েছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজের বক্সের মধ্য থেকে নেওয়া বাঁ পায়ের শট একটুর জন্য জাল পায়নি। এরপরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল তাবারেজের শিষ্যরা, তবে বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

পেরুও যে দুয়েকটি সুযোগ পায়, সেগুলো গোল হওয়ার মতো ছিল না। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই নির্ধারিত সময় শেষ করে দুই দল, মাচ গড়ায় টাইব্রেকারে।  টাইব্রেকারে প্রথমেই ভুল করে বসে উরুগুয়ে। সুয়ারেজের ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গেলেস। জবাবে পাওরো গুরেরোর গোলে এগিয়ে যায় পেরু।

এরপরের চার চেষ্টায় দুই দলই সমান সমান থাকে। কিন্তু ওই প্রথম গোল মিস করার কারণে ৪-৫ ব্যবধানে পিছিয়েই শেষ করতে হয় উরুগুয়েকে। শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় শেষ আট থেকেই বিদায় নিতে হল কাভানি-সুয়ারেজদের।

এই জয়ে ২০১৫ আসরের পর আবার কোপা আমেরিকা লড়াইয়ের সেমিতে উঠল পেরু। শেষ চারে তাদের প্রতিপক্ষ গত দুই আসরের (২০১১ ও ২০১৬) চ্যাম্পিয়ন চিলি। অন্যদিকে ‍উরুগুয়ে শেষবার সেমিফাইনালে ওঠে ২০১১ আসরে।

এ জাতীয় আরও খবর

বিধবা নারীদের কেন বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক?

মিন্নিকে জিজ্ঞাসাবাদ, সংবাদ সম্মেলনে যা বললেন পুলিশ সুপার

হুট করে বিয়েটা হবে : কর্ণিয়া

ইসরায়েলি বর্বরতা : ফিলিস্তিনি শিশুকে চাকায় পিষে হ*ত্যা

শীর্ষে সাকিব, স্টোকস পিছিয়ে ৮৭ পয়েন্ট

রংপুরে এরশাদের জানাজা অনুষ্ঠিত, মরদেহ ঘিরে রেখেছে জনতা

মৃত্যুর হাত থেকে বাঁচলেন ৫২ হজযাত্রী

রওজা শরিফের গিলাফ উপহার পেলেন মুষ্টিযোদ্ধা আমির খান

মক্কায় নারী হজযাত্রীর মৃত্যু

গাছ বিক্রি করে হজের স্বপ্ন পূরণ করলেন এক কৃষক

ট্রেনের ধাক্কায় নিহত বরসহ ৬ জনের দাফন সম্পন্ন

২২ বছরে এমন বন্যা হয়নি