পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো দল বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল অনেকটা পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো। একদিন তারা ভীষণ ভালো খেলে তো আরেক দিন মোটেও ভালো ক্রিকেট খেলে না। টাইগারদের নিয়েও এখন আগাম কিছু বলা যায় না।
এ কথাগুলো বলেছেন টাইগারদের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী সাবেক সেই কোচ গর্ডন গ্রিনিজ।
গর্ডন গ্রিনিজের অধীনে ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ দল। গ্রিনিজের মতে, এবারও বিশ্বকাপে টাইগাররা চমক দেখাবে।
গর্ডন গ্রিনিজ আরও বলেন, আশা করি এই টুর্নামেন্টে তারা ধারাবাহিক ভালো খেলবে। অন্যবারের তুলনায় এবার টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন। অনেক খেলা হবে এবার। এই দলটা অবশ্য আগের চেয়ে অনেক স্থিতিশীল, অনেক ধারাবাহিক। আশা করি ভালো করবে।’
গ্রিনিজ আরও বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো করছে। তবে অধারাবাহিকও বটে। আসলে এখন আপনি বলতে পারবেন না, অমুক দলটা নাটাই ঘুরাচ্ছে ক্রিকেট বিশ্বে। বেশির ভাগ দল এক-দুই বছর শীর্ষে থাকছে আবার নিচে নেমে যাচ্ছে। পুরো টুর্নামেন্টে মনে হচ্ছে প্রতিটি দলই ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে শেষ চারে যেতে। একজন দর্শক হিসেবে বিনোদনময়ী ম্যাচই দেখতে চাইব। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব বাংলাদেশ ভালো করুক।’