আরব আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো
কূটনৈতিক প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার দেশটিতে অবৈধ বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস বাড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর দেশটিতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে।
আগের ঘোষণা অনুযায়ী, বুধবার (৩১ অক্টোবর) সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সূত্রে এ তথ্য জানা গেছে।
আবুধাবীতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এখনও বৈধ না হওয়া বাংলাদেশিদের অবিলম্বে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশটিতে বৈধভাবে থাকার সুযোগ কাজে লাগাতে অনুরোধ জানিয়েছে।
এছাড়া পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য অনতিবিলম্বে দূতাবাস ও কনস্যুলেট জেনারেলে যোগাযোগ করতেও অনুরোধ জানানো হয়েছে।