সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ আনলো আসুস। এটি আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপ। আসুস দাবি করছে এটাই বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা ল্যাপটপ।
ল্যাপটপটি চওড়ায় মাত্র ১১.২ মিলিমিটার। এর ওজন ১.১ কেজি। এইট জেনারেশন ইন্টেল কোর আই ৭ প্রসেসরে চলে ল্যাপটপটি।
এতে র্যাম রয়েছে ১৬গিগাবাইট ২১৩৩ মেগাহার্টজ এলপিডিডিআর৩। এছাড়া আছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজুলেশনের এফএইচডি ডিসপ্লে-সহ ১৩.৩ ইঞ্চির নানোএজ মাল্টি-টাচ স্ক্রিন।
এতে আসুস ট্রুটুলাইফ ভিডিও প্রযুক্তি এবং নেক্সড জেনারেশন আসুস সোনিকমাস্টার অডিও টেকনোলজি ও হারমান কার্ডন-সার্টিফায়েড স্টিরিও অডিও সিস্টেম রয়েছে।
ল্যাপটপটির দাম দেড় লাখ টাকার মত।