আদালতের রায়ের পর জরিমানা দিয়ে অ্যাপলের সঙ্গে নিস্পত্তি করেছে স্যামসাং
অ্যাপলের সঙ্গে একটি মেধাসত্ত্ব ভঙ্গের মামলায় হেরে আদালতের বাহিরেই মার্কিন কোম্পানিটির সঙ্গে জরিমানা দিয়ে সমঝোতা করেছে স্যামসাং। গত বুধবার তারা অ্যাপলের সঙ্গে এই সমঝোতা করে। এর ফলে সাত বছর ধরে চলে আসা অ্যাপল-স্যামসাং বাণিজ্যিক বিরোধের অবসান ঘটলো। এর আগে যুক্তরাষ্ট্রের আদালত স্যামসাংকে অ্যাপলের ডিজাইন ফিচার অনুকরণ করার দায়ে অভিযুক্ত করে ৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেবার নির্দেশ দেয়।
আরও : রোমান্টিক জুটি কাজল-শাহরুখের নতুন সিনেমা
আদালতের রায়ের আগেই স্যামসাং অ্যাপলকে ৩৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিয়েছিলো। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আদালতের দ্বারস্থ হয় অ্যাপল। ফলে, বর্তমানে স্যামসাং এর কাছে মাত্র ১৪০ মিলিয়ন ডলার পেতো অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে, বুধবারের সমঝোতায় বাকি অর্থ আদালতের বাহিরেই লেনদেন করা হয়েছে অথবা স্যামসাং আলোচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাপলকে পরিশোধ করেছে। রয়টার্স