কসবায় স্বর্ণের চেইন চুরি করে গিলে ফেলে! তবুও রক্ষা পায়নি রাশেদ
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বর্ণের চেইন চুরির পর হ্যান্ডকাফসহ ৩তলা বিল্ডিং থেকে ঝাপ দিয়েও রক্ষা পায়নি চোরের। অবশেষে আটক হলেন স্কুল ছাত্রদের হাতে। আটক চোরের নাম রাশেদ ভূইয়া(৩২)। সে উপজেলার রাইতলা গ্রামের সানু ভূইয়ার ছেলে। ১ মে মঙ্গলবার দুপুর পৌনে ২টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে উপজেলার খেওড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী মৌসুমী আক্তারের একটি স্বর্ণের চেইন চুরি হয়। এঘটনায় হাতেনাতে স্থানীয়রা আটক করে চিহ্নিত চোর রাশেদ ভূইয়াকে। আটকের পর রাশেদ স্বর্ণের চেইনটি মুখে দিয়ে গিলে ফেলে। রাশেদের পেটে চলে যায় স্বর্ণের চেইনটি।
আরও : ‘একরামের স্ত্রী-মেয়েদের কান্না বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে’
খবর পেয়ে পুলিশ এসে চোর রাশেদকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানায়,পায়খানা করানো ছাড়া চেইন বের করা সম্ভব নয়। পায়খানা করিয়ে চেইন বের করতে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তলায়র টয়লেটে। টয়লেটের ভেতরে একটি মাটির পাতিল দিয়ে বলা হয় রাশেদকে টয়লেট করতে। দুই হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। ১০মিনিট যাবার পর রাশেদের কোন সারা শব্দ পাওয়া না যাওয়ায় ,দরজা খুলে দেখতে পাওয়া যায় ভেতরে রাশেদ নেই। রাশেদ টয়লেটের ভেন্টিলেটর ভেঙ্গে হ্যান্ডকাফ সহ তিনতলা থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায়। রাশেদ পালিয়ে গিয়ে আশ্রয় নিতে যায় কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের দিকে। রাশেদকে দেখে সন্দেহ হলে স্কুল ছাত্ররা আটক করে পুলিশে দেয়।
কসবা থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে জানান,চোর রাশেদ পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেইনি।