১৪ কেজি ওজনের অজগর ১৬ কেজির হরিণকে গিলে ফেলল!
অনলাইন ডেস্ক : মিয়ানমারের ১১ ফুটের এক মেয়ে অজগরকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন সাউথওয়েস্ট ফ্লোরিডা সায়েন্স ডিপার্টমেন্টের বিজ্ঞানীরা। সম্প্রতি কিছু ছবি প্রকাশ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই অজগরের ওজন সাড়ে ১৪ কেজি। কিন্তু প্রায় ১৬ কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেলতে সক্ষম এই অজগর।
এ ব্যাপারে বিজ্ঞানীরা দেখেছেন, ১:১.১১ এই অনুপাতে সহজেই খাবার খেতে পারে অজগর। বিজ্ঞানীদের দাবি, অজগরের খাদ্যাভ্যাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার অভয়ারণ্যে তত্ত্বাবধায়ক রব মোহের জানিয়েছেন, অভয়ারণ্যের বাস্তুসংস্থান ঠিক রাখার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উল্লেখ্য, অজগর তার ওজনের বেশি ছাগল কিংবা বাছুরকে খেয়ে ফেলতে পারে এমন উদাহরণ আগেও দেখা গেছে।