হাটহাজারি মাদরাসায় পুড়ানো হলো দুই বস্তা মোবাইল ফোন
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ছাত্রদের প্রায় দুই বস্তা পরিমাণ মোবাইল ফোন পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
গেলো রোববার রাতে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে এই ঘটনা ঘটে।
মাদরাসার সহকারী পরিচালক আনাস মাদানী বলেছেন, মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের ক্ষতি হয়।
এমনিতেই মাদরাসায় আবাসিক ছাত্রদের মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ। তাছাড়া আগামী মাস থেকে দাওরায়ে হাদিসসহ বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে।
এ কারণে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দুই হাজার মোবাইল ফোন জব্দ করে। এরপর সেগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়।
পুড়িয়ে দেয়া মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোন এবং সাধারণ ফোন দুই ধরনের ফোনই ছিল।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমেদ শফী হাটহাজারী মাদরাসার পরিচালক। তিনি মোবাইল ফোন ব্যবহারের একজন সমালোচক।
২০১৭ সালের নভেম্বরে চট্টগ্রামে এক সভায় আল্লামা শাহ আহমেদ শফী বলেছিলেন, মুসলমানদের ধ্বংস করার জন্য মোবাইল নামক এক বিধ্বংসী মারণাস্ত্র ছড়িয়ে দেয়া হয়েছে।
এরপর তিনি ছেলে-মেয়েদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে অভিভাবকদের পরামর্শ দেন।
হাটহাজারী মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে তিন হাজারের বেশি শিক্ষার্থী ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।