পাট রপ্তানীর মাধ্যমে বিশ্ব দরবারে সোনালী আঁশের ঐতিহ্য তুলে ধরতে হবে
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এ জন্য পাটদ্রব্য বহুমুখীকরণ করনের কোনো বিকল্প নেই। তিনি পাট রপ্তানীর মাধ্যমে বিশ্ব দরবারে সোনালী আঁশের ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, এতে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। বর্তমান সরকারের দূরদর্শী নীতির কারণে দেশে সোনালী আঁশের সুদিন ফিরে আসছে। পলিথিন বর্জন করে পাটের পণ্য ব্যবহার করে পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখতে হবে। জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী শেষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাসের, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের উপ-পাট পরিদর্শক শোয়েব নাইম। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ প্রমুখ। এর আগে শহরের ফারুকী পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।