মুশফিক-মাহমুদউল্লাহতে বাংলাদেশ ১৮৬
স্পোর্টস ডেস্ক : মূল লড়াই মাঠে গড়ানোর আগে একটা ভালো প্রস্তুতির দরকার ছিল বাংলাদেশের। সেটা ভালোভাবেই সারলেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে স্কোর বোর্ডে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছেন তারা।
কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে (সিসিসি) আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৪ রান হতেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও টপ অর্ডার সাব্বির রহমান। এদিন আরেক প্রান্তেওপেন করতে নেমেছিলেন লিটন দাস। পরে মুশফিকুর রহিমকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান তিনি।
ব্যক্তিগত ৪০ রান করে লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। এতে লড়াইয়ে থাকে সফরকারীরা। এর পর মাহমুদউল্লাহরিয়াদের সঙ্গে ৭৪ রানের যুগলবন্দিতে দলের সংগ্রহ ১৮৬ দাঁড় করান মুশফিক। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের দৃষ্টি জুড়ানো ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল। আর ভায়রা ভাই ও অধিনায়ক খেলেন ৪৩ রানের টর্নেডো ইনিংস।
সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে ব্যাটসম্যানরা জ্বলে উঠলেও বোলাররা থেকেছেন নির্বিষ। ব্যাটিং সহায়ক উইকেটে ১৮৬ রানের পুঁজি নিয়ে এখন টাইগার বোলাররা কেমন করেন, তাই দেখার পালা।