আতলেটিকোকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : এবারের স্প্যানিশ লা লিগায় শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে এ পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। দ্বিতীয়-তৃতীয় দলগুলোর থেকে ব্যবধানও ছিলো চোখে পড়ার মতো। তবে সম্প্রতি দুটি ম্যাচে পয়েন্ট হারানোর ফলে দ্বিতীয়স্থানে থাকা আতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ছিলো মাত্র ৫ পয়েন্ট। যা লা লিগায় নতুন প্রাণসঞ্চারের লক্ষণ হিসেবে দেখছিলো ফুটবলমোদীরা। তাদের সেই স্বপ্নের পথে আবারো বাধা হয়ে দাঁড়ালেন লিওনেল মেসি। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ৮ পয়েন্টে।
রবিবার রাতের ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি। ম্যাচের ২৬ মিনিটে নিখুঁত এক ফ্রি কিকে অ্যাতলেটিকোর জালে বল পাঠান এই আর্জেন্টাইন তারকা।
২৭ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে আতলেতিকো মাদ্রিদেরর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।