মোবাইলে ব্যস্ত পুলিশ, দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় কতর্ব্যরত পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। হামলার সময় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়ে ছিল হামলাকারী।
ড. জাফর ইকবালের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের টিম মোতায়েন করা থাকে। অথচ বিভাগের অনুষ্ঠানের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগেযোগ মাধ্যমে। দেখা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন সময় হামলাকারী মঞ্চে ঠিক জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়ে ছিল। অার তখন পুলিশ মোবাইল ফোন ব্যবহার করছিল। এছাড়া হামলার সময় পুলিশ কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ উঠেছে।
হামলার ঘটনায় ড. জাফর ইকবালের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবল হক। এছাড়া তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় যাওয়া হয়। এছাড়া হামলাকারীকে গণধোলাই দিয়ে অাটকে রাখে শিক্ষার্থীরা।
রাত ৯টায় র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আলী আজহার আজাদ সাংবাদিকদের জানান, অাটককৃতকে র্যাবের হেফাজতে নেওয়া হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।