নবীনগরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ায় নবীনগরের প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশু সহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতরা হচ্ছেন, মীর কাসেম আলী(৩৬), মুরশেদা বেগম (৫৫), লিজা আক্তার(১৪), হোসেন (২৬), এমরান (২২)। আহতদের ব্রাহ্মনবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রসুলপুর গ্রামের বোড়াগাজীর পুত্র মীর কাসেম আলী জানান, একই এলাকার প্রভাবশালী সুবহান ও শহীদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘ দিন যাবৎ তাদের বসত ভিটা দখলের পাঁয়তারা করে আসছে। মঙ্গলবার সকালে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বোড়াগাজীর বাড়িতে হানা দেয়। এসময় তাদের হামলায় পরিবারের ৫সদস্য গুরুতর আহত হয়।
এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগের ভিওিতে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।