উন্নয়নের জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: অর্ণা জামান
পাপন সরকার শুভ্র,রাজশাহী : বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের আয়োজনে শহীদ কামারুজ্জামান হেনা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবারে রাবি ও রুয়েটে পৃথক ভাবে এ
টুর্ণামেন্টের উদ্বোধন করেন ছাত্রলীগের
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা। রাবি’র বঙ্গবন্ধু হল চত্বরে এবং রুয়েটের শহীদ আব্দুল হামিদ হল চত্বরে শহীদ কামারুজ্জামান হেনা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধনী
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্ণা জামান বলেন, ‘আমার বাবা এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র
থাকাকালীন সময়ে রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তা এতো দিনে প্রতিষ্ঠিত
হয়ে যেতো যদি তিনি আবার মেয়র নির্বাচিত হতে পারতেন। কারণ ক্ষমতায় না থাকলে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সেটি করা সম্ভব হয় না।’
তিনি বলেন, ‘রাজশাহীবাসীর জন্য আবার সেই সুযোগ আসছে। সামনে সিটি করপোরেশন নির্বাচন। উন্নয়নের জন্য সামনের নির্বাচনে নৌকার
বিজয় নিশ্চিত করতে হবে রাজশাহীবাসীকে। তবেই রাজশাহীবাসীর সেই স্বপ্ন পূরণ হবে।
রাজশাহীর ছেলে মেয়েরা খেলাধুলার জন্য বিকেএসপি পাবে।’
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান অর্না জামান।
রুয়েটে আব্দুল হামিদ হল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রুয়েটের ভাইস চ্যালেন্সর প্রফেসর ড. মোহাঃ
রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. এনএইচএম কামরুজ্জামান সরকার, উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা।
অপরদিকে, রাবি বঙ্গবন্ধু হল চত্বরে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ
সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এছাড়াও উভয় উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ এর ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বিপু ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ইউনুস হাসান অন্তু।