সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

এক বটগাছে ৭০টি মৌচাক!

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শেরপুরের ঝিনাইগাতী গজনী অবকাশের শতবর্ষী এক বটগাছের ৭০টি চাকে মৌমাছি বাসা বেঁধেছে। শুধু এবারই নয়, গত কয়েক বছর ধরে এ গাছের বিভিন্ন ডালপালায় মৌমাছি চাক বাঁধে।

আরও : ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলাটি সরাসরি দেখুন…

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গজনী অবকাশ পিকনিক কেন্দ্রের জিহান প্যাডেল বোট সংলগ্ন শতবর্ষী একটি বট গাছে ৭০টি চাকে মৌমাছি বাসা বেঁধেছে। হাজার হাজার মৌমাছির গুনরঞ্জনে ওই স্থানটুকু মুখরিত হয়ে উঠেছে। একটি গাছে এতো মৌচাক আর মৌমাছির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় করছেন।

পিকনিক স্পটে আসা দর্শনার্থী ফুলপুরের মো. তোতা মিয়া বলেন, আমি এর আগে এতোগুলো মৌচাক এক সাথে দেখিনি। এটি মনোমুগ্ধকর দৃশ্য।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, একটি গাছে এতোগুলো মৌচাক সচরাচর দেখা মিলে না। এসব মৌচাক পর্যটনের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে তুলেছে।

Print Friendly, PDF & Email