শিরোপা জয়ের রহস্য ফাঁস করলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হিসেবে শেষ হাসি হাসতে পেরেছে রংপুর রাইডার্স। মিরপুরে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন দলের শিরোপা জয়ের রহস্যের কথা।
মাশরাফি বলেন, ‘গ্রুপ পর্ব পার করার পর চতুর্থ দল হিসেবে খেলে ফাইনালে উঠলাম। আমাদের সবার জন্য একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগটি পেয়েছি সেটা কাজে লাগাতে হবে। আর একটা জিনিস করি, আমরা সর্বাত্মক ক্রিকেট খেলি স্বাধীনভাবে। যেটা করতে মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। ’
আরও : এ কেমন আচরণ ম্যারাডোনার!
ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের তাণ্ডব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, ‘গেইল-ম্যাককালামকে বলা ছিল, যেহেতু তোমরা শটস খেলতে পছন্দ করো, তাহলে সেটাই করো। স্বাধীনভাবে নিজেদের খেলা খেলে যাও। কোনো দোষারোপ নেই। কেউ কাউকে ব্লেমিং করিনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরও বলেন, ‘ভাগ্য সহায় না হলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। তবে অবশ্যই আপনাকে চেষ্টাও করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যে কোনো ভালো কিছু করতে হলে ভাগ্য অবশ্যই সঙ্গে থাকতে হয়। আমি বিশ্বাস করি এটাই। ’