রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের আরও ১৮ যাত্রী।
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে শুভ (২৮), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মশলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী আছিয়া বেগম (৬৫) ও নওঘাঁর সাপাহার উপজেলার দিঘিপাড়ার আলিমুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩৯)।
ওসি হিফজুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও : তুরস্কের ইলেকট্রিক কার জিডিপি’তে ৫০ বিলিয়ন ইউরো যোগ করবে: এরদোগান
“এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে হৃদয় ট্রাভেলসের সহকারী শুভ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আছিয়া ও হারুন।”
পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ওসি হিফজুল বলেন, গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
এ জাতীয় আরও খবর
রেলে কাটা দুই পা, ইচ্ছেশক্তির জোরেই শৃঙ্গ শীর্ষে যুবতী

‘ইয়েমেনের সরকারি বাহিনী হুদায়দাহ বন্দরে হামলা চালাচ্ছে না’

কিশোরগঞ্জে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
