হেফাজতের মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল
নিজস্ব প্রতিবেদক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম।
আজ দুপুর ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ মিছিল শুরু করেছেন। মিছিলটি পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও রামপুরা হয়ে দূতাবাসের দিকে যাওয়ার কথা রয়েছে।
তবে দূতাবাস ঘেরাওকে কেন্দ্র করে রাজধানীর শান্তিনগর ও বেইলি রোডে বেশ কয়েকটি ব্যারিকেড রাখা হয়েছে। এছাড়াও সড়কের দুই ধারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ জাতীয় আরও খবর

ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলাটি সরাসরি দেখুন…

আমরা জয়ী হবো, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৮ তরুণের প্রাণ

পালিয়ে যাওয়া ‘মাদক সম্রাজ্ঞীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হার দিয়ে চ্যাম্পিয়নদের শুরু
