মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে নতুন সম্মানের পালক। এবার হারমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা মেমোরিয়াল সম্মানে সম্মানিত হলেন প্রিয়াঙ্কা।
পাশাপাশি সিরিয়ার উদ্বাস্তুদের সাহায্য করার জন্য ইউনিসেফের নির্বাচনে গুডউইল অ্যাম্বাসাডর হয়েছেন প্রিয়াঙ্কা।
১৩-তম মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘ধন্যবাদ হারমনি ফাউন্ডেশন। মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত বোধ করছি। ’ মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি প্রিয়াঙ্কার চোপড়ার হয়ে তাঁর মা মধু চোপড়া গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে হারমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার টেরেসা মেমোরিয়াল সম্মান দেওয়া শুরু হয়েছে।