সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নতুন ছবিতে শাকিব-বুবলি

বিনোদন প্রতিবেদক : ‘অপারেশন অগ্নিপথ’র পর শাকিব খানকে নিয়ে আলোচিত নির্মাতা আশিকুর রহমান নতুন আরেকটি ছবি শুরু করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটিতে শাকিবের নায়িকা থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলি।

জানুয়ারি/ফেব্রুয়ারি-২০১৮’তে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আশিক নিজেই এসব বিষয় বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, শাকিব-বুবলিকে নিয়ে আমার নতুন ছবি শুরু হচ্ছে। এরই মধ্যে তারা দুজন চুক্তিবদ্ধ হয়েছেন। এখন ছবিটির প্রি-প্রডাকশনের কাজ করছি।

আরও : আবুধাবিতে স্বদেশির ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

বর্তমানে আশিকুর রহমান অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে ‘মুসাফির’ খ্যাত এই নির্মাতা বলেন, আমি জানুয়ারিতে দেশে ফিরবো। এসেই কাজ শুরু করবো। এখান থেকেই সবকিছু গুছিয়ে নিচ্ছি। তবে ছবির নাম এখনও ঠিক করতে পারিনি।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির গল্প আশিক নিজেই লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে হার্টবিট।

নির্মাতা আশিকের ‘অপারেশন অগ্নিপথ’ এখনও নির্মাণাধীন। ছবিটির শ্যুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। আর কিছুদিন শ্যুটিং হলে এর পুরো কাজ শেষ হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কেমন কাটল শাকিবপুত্র আব্রামের ঈদ?

শাকিবের সিনেমা তবুও দর্শক চাহিদার শীর্ষে

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

এবার দুই অভিনেত্রীর চুমুর ভিডিও ভাইরাল

বাংলাদেশি শিল্পীর গানে ২২ দেশের ৩৫ বাদ্যযন্ত্রী!

জলজ্যান্ত বাঘের সঙ্গে মিম (ভিডিও)