বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি
গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ‘প্রতিবাদ কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার এ কর্মসূচি পালিত হবে।
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরে বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
আরও : বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের
তবে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল কবির এ সময় বলেন, আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনের পকেট।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।