ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীতে দম্পতি আটক
পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী
বাসে অভিযান চালিয়ে ১১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে আটক করেছেন
র্যাব-৫ এর সদস্যরা। আজ রবিবার ভোর রাতে ঢাকা- রাজশাহী রাজশাহীর পুঠিয়ায়
উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১০০পিস ইয়াবা ট্যাবলেট আটক করে
র্যাব।
আজ রবিবার ভোর রাতে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর
তালাইমারী এলাকার মনজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী
মাহমুদা আক্তার মিম (১৯)।
এসময় তাদের কাছ থেকে ১১০০পিস
ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এব্যপারে
র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভূইয়া জানান, আটক
দম্পতি চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহীবাসে করে রাজশাহীতে আসছিলেন। গোপন
সংবাদের ভিত্তিতে তাদের লাগেজে তল্লাশি চালিয়ে লাগেজের হাতলের ভেতর অভিনব
কায়দায় রাখা ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে সন্ধায় তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল এই
দম্পতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
এ জাতীয় আরও খবর

পিকআপ উল্টে নীলফামারীতে নিহত ১২

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৮ তরুণের প্রাণ

পালিয়ে যাওয়া ‘মাদক সম্রাজ্ঞীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ভাতিজা করল ‘ইভটিজিং’, গণধোলাইয়ে নিহত চাচা!

এবার নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
