সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বেগম রোকেয়ার জন্মদিনে গুগলের ডুডল

ডেস্ক রিপোর্ট : গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি ছবি। যেখানে বই হাতে নিয়ে হেঁটে চলেছেন এক মহীয়সী নারী। আর তার পেছনে পেতে রাখা এক সোফায় একটি বই খোলা অবস্থায় পড়ে আছে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে নানা রকম তথ্য।

শনিবার প্রয়াত বেগম রোকেয়ার ১৩৭তম জন্মদিন। অনলাইন জগতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেছে। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।

বছর জুড়েই আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। আজ রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই তাকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে।

আরও : ‘ব্ল্যাক বিউটি’র পান খাওইয়া আমার মনে নেশা ধরাইলি, দেখুন ভিডিওতে

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।

তাঁর প্রকৃত নাম ‘রোকেয়া খাতুন’ এবং বৈবাহিকসূত্রে নাম ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’।

রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালী সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আমরা জয়ী হবো, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

আগামী ১৭ জুলাই থেকে বন্ধ হচ্ছে ইয়াহু মেসেঞ্জার

খালেদা জিয়া অসুস্থ নন, বিদেশ যাওয়ার পাঁয়তারা করছেন: বাণিজ্যমন্ত্রী

ফরহাদ খুনের নেপথ্যে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ-চাঁদাবাজি!

সামাজিক যোগাযোগমাধ্যমেই কাটে ঢাকার তরুণীদের অবসর!