যেদিন গেইল ঝড় ওঠে, সেদিন থামানো মুশকিল : মাহমুদ উল্লাহ
স্পোর্টস ডেস্ক : শুক্রবার ছুটির দিন। তার ওপর আবার বিপিএলের নক-আউট পর্বের শুরু। বোনাস হিসেবে মাঠে দেখা যাবে ক্রিস গেইল আর তুমুল জনপ্রিয় টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তাই ভরে উঠল কানায় কানায়। লিগ পর্বের এক ম্যাচে গেইলকে দর্শক বানিয়ে দিয়েছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি। আজ সবাইকে দর্শক বানালেন ক্যারিবীয় দানব।
যারা শেষ পর্যন্ত রংপুর বনাম খুলনার এলিমিনেটর ম্যাচটির টিকিট হাতে পেয়েছিলেন তাদের পয়সা ও পরিশ্রম ষোল আনা উসুল হলো। যারা স্টেডিয়ামে ঢুকতে পারেননি তাদের আফোসোসের শেষ নেই। টিভিতে দেখে কি আর দুধের স্বাদ ঘোলে মেটানো যায়? গেইল তাণ্ডবে খুলনার বোলারদের যখন ত্রাহি মধুসুদন অবস্থা, তখন গ্যালারির উল্লাস যেন থামছেই না। এই উল্লাস খুলনার বিরোধিতা করে নয়, গেইলের নাচুনে ব্যাটিং দেখে।
আরও : বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের
উচ্ছসিত হতে পারেননি কেবল খুলনা টাইটানসের ক্রিকেটার, সমর্থক আর অফিসিয়ালরা।
৫১ বলে ১৪ ছক্কায় অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলে খুলনার ক্রিকেটারদেরকেও তো দর্শক বানিয়ে দিয়েছিলেন গেইল। খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ তাই মলিন মুখে বললেন, ‘যেদিন গেইল ঝড় ওঠে, সেদিন থামানো মুশকিল। আজ এমনটাই হল। ‘
বিপিএলের গত আসর থেকেই খুলনা টাইটানসের নেতৃত্বে আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। গতবারের মত এবারও তার অধিনায়কত্ব দারুণ প্রশংসিত হয়েছে। রিয়াদ সত্যিই বলেছেন, গেইল একাই আজ তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল! কষ্ট পেলেও তাই গেইলের প্রশংসা করতে কার্পণ্য করেননি মাহমুদ উল্লাহ, ‘সবই জানি, সে থিতু হয়ে গেলে কতটা ভয়ংকর হতে পারে। দ্রুত আউট না করা গেলে মূল্য দিতে হবেই। ‘