আরও : কেমন কাটল শাকিবপুত্র আব্রামের ঈদ?
হতে হতেও যেন হচ্ছিল না এবারের বিপিএলে একটি শতক। সেই আশা পূরণ করে দর্শকদেরকে বিনোদনে মাতিয়ে রেখে গেইলই দেখিয়ে দিলেন এবারের আসরের শতক। সেটিও আবার মাত্র ৪৫ বলে! ৬টি চার ও ১০টি দর্শণীয় ছক্কায় ব্যক্তিগত শতকে পৌছান গেইল। আর সেই সাথে হয়ে গেল এবারের বিপিএলের প্রথম শতক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ৪র্থ বারের মতো শতকের দেখা পেলেন গেইল। আর ২০ ওভারের ক্যারিয়ারে গেইলের এটি ১৯তম সেঞ্চুরি।
ম্যাচ শেষে গেইলের মোট সংগ্রহ দাঁড়ায় ৫১ বলে ১২৬। যেখানে ছক্কা মেরেছিলেন ১৪টি। এবং চারের মার ছিল ৬টি। দলও জয় পায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।