নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানসহ নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
বুধবার সন্ধ্যায় আর্মি শুটিং রেঞ্জে পুলিশ বার্ষিক শুটিং ও আইজি কাপ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরও : এ কেমন আচরণ ম্যারাডোনার!
আইজিপি বলেন, মারুফ জামান নিখোঁজ হয়েছে বলে পরিবার জিডি করেছে, সেই ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। নিখোঁজদের মধ্যে বেশিরভাগকেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ আন্তরিক। বেশিরভাগ নিখোঁজ ব্যক্তিই উদ্ধার হয়েছে, মারুফ জামানও উদ্ধার হবেন। তবে সব নিখোঁজেরই আলাদা আলাদা কারণ রয়েছে।
মারুফ জামানের নিখোঁজের পরদিন মঙ্গলবার খিলক্ষেত এলাকা থেকে তার ব্যক্তিগত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার সর্বশেষ অবস্থান ছিল সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে দক্ষিণখানের কাওলা এলাকায়। মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (ষষ্ঠ শর্ট কোর্স) একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন।