৯ মৌসুম পর মুম্বাইয়ের বোলিং কোচের পদ জন্ডি রোডস
স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন জন্ডি রোডস। ৯ মৌসুম পর মুম্বাইয়ের বোলিং কোচের পদ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ক্রিকেটার। এরই পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের জেমস প্যামেন্টকে রোডসের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
২০০৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন জন্ডি রোডস। এরপর প্রতিটি আসরেই মুম্বাইয়ের সঙ্গে ছিলেন বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত এই দক্ষিণ আফ্রিকান।
আরও : এ কেমন আচরণ ম্যারাডোনার!
বোলিং কোচ হিসেবে রোডসের সফলতাও কম নয়। তার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স তিনবার আইপিএলের শিরোপা জয় করে। তবে নিজেকে সফল দাবি করতেই পারেন রোডস।
এর আগে নিউজিল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং স্পেশালিস্ট এবং নিউজিল্যান্ডের ঘরোয়া টিম নর্দান ডিস্ট্রিক্টসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন প্যামেন্ট। অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য প্যামেন্ট নতুন মুখ নয়। তিন বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নর্দান ডিস্ট্রিক্টের মুখোমুখি হয় মুম্বাই। তখন নিউজিল্যান্ডের ক্লাবটির প্রধান কোচ ছিলেন প্যামেন্ট।