সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, দুবলা গ্রামের বজলু মিয়ার ছেলে সাইফুল (১২), মেয়ে মুক্তা (১০) ও মাহমুদা (৮)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও : ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে দুবলা গ্রামে খেলার সময় ওই তিন শিশু রাস্তা থেকে একটি ককটেল কুড়িয়ে পায়। ওই ককটেলটিকে বল ভেবে নিজেদের কাছে রেখে দেয় তারা। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ককটেলটিকে রেললাইনের উপর রেখে পাথর দিয়ে আঘাত করলে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই তিন শিশু আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান, পরিত্যক্ষ অবস্হায় ককটেলটি নিয়ে খেলা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তিন শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

এ কেমন আচরণ ম্যারাডোনার!

‘টাকা দেওয়ার দরকার নেই’

বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের

পিকআপ উল্টে নীলফামারীতে নিহত ১২

প্রথমার্ধে কুতিনহোর দুর্দান্ত গোলের পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সুইজারল্যান্ডের গোল, খেলাটি লাইভ দেখুন