মা হলেন অভিনেত্রী হাসিন
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন একসময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী হাসিন রওশন। গেল রোববার, ৩ ডিসেম্বর সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হাসিনের কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।
হাসিন এই সন্তানের নাম রেখেছেন উযায়ের মাইন। জানা গেছে, বর্তমানে মা-সন্তান দুজনই সুস্থ রয়েছেন।
মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসিন বলেন, ‘প্রথম মা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মাতৃত্বের স্বাদ যেকোনো নারীকে পরিপূর্ণতা দেয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন।’
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয় করার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে হাসিনের। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক-বিজ্ঞাপনে তিনি কাজ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৬ সালে মার্চে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন। এখন আর অভিনয়, মডেলিং কিছুই করেন না। শুধু পরিবারকে সময় দেন হাসিন।
সর্বশেষ হাসিন অভিনীত ‘জুঁইফুল পূজারী ও গুটিকয় পিঁপড়া’ নামের একটি নাটক চলতি বছরের ২০ জুলাই বিটিভিতে প্রচারিত হয়।