সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
---
‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বেলা ২টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও ইতোমধ্যে সমাবেশস্থল ভরে গেছে।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। দলীয় ও সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা মাতিয়ে তুলেছেন পুরো এলাকা।
বিপ্লিব ও সংহতি দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সমাবেশের উদ্দেশ্যে খালেদা জিয়া বিকেল ৩টার দিকে গুলশানের নিজ বাস ভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিবেন বলে জানিয়েছেন চেয়াপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এই দিকে সকাল থেকেই চলছে সাসাসের জিয়াউর রহমানের নিয়ে বিভিন্ন গান।
এ ছাড়া সমাবেশে ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী-খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, শরীফুল আলম শরীফ উপস্থিত হয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ ছিল ২০১৪ সালের ২০ জানুয়ারি।