আকস্মিক রাখাইন সফরে সুচি
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নিধনের পর এই প্রথম রাখাইন রাজ্য সফরে গেলেন মিয়ানামারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। খবর বিবিসি’র।
সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সেখানকার আঞ্চলিক রাজধানী সিত্তুয়ে ও আশেপাশের শহরগুলোতে অঘোষিত সফরে গিয়েছেন তিনি।
রোহিঙ্গাদের উপর তার দেশের সেনাবাহিনীর চলা গণহত্যার কারণে বিশ্ব সম্প্রদায়ের কাছে তিনি খুব বেশি সমালোচিত। জাতিসংঘও এই গণহত্যাকে জাতিগত নির্মূল অভিযান বলে ঘোষণা করেছে।
বিবিসি’র ভাষ্য, গত আগস্ট মাসেই ৪ লক্ষ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।