যে দ্বীপে মাত্র ১০ দিনে ৩৫২ বার ভূমিকম্প!
---
অনলাইন ডেস্ক : পৃথিবীর কোনও না কোনও স্থানে প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়। কোথাও বড় মাত্রার আবার কোথাও স্বল্প মাত্রার।
বড় মাত্রার ভূমিকম্প হলেই চলে ধ্বংসের তাণ্ডবলীলা। কিন্তু পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মাত্র ১০ দিনের ব্যবধানে ৩৫২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপটির নাম লা পালমা। অবস্থান স্পেনে। তবে এ ঘটনাকে বড় কোনও সুনামির সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈজ্ঞানিকরা বলছেন, স্পেনের লা পালমা দ্বীপে সম্প্রতি এক সপ্তাহ সময়কালের মধ্যে ৩০০ বারের অধিক ভূমিকম্প ঘটেছে। তবে লাগাতার ভূমিকম্পের কারণ সন্ধানে বৈজ্ঞানকিরা দ্বীপটির ওপর এখন ২৪ ঘণ্টাই নজরদারি করছেন।
যদিও ওই ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছোট মাত্রার ছিল যা দ্বীপবাসীদের অনেকেই টের পাননি। মোট কথা সেগুলো ধ্বংসাত্মক নয়।
তবে ভূমিকম্প তো ভূমিকম্পই- যে কোনো সময়ে ঘটে যেতে পারে ভয়াবহ উচ্চমাত্রার কম্পন। এমনটাই তো ঘটে থাকে অনেক প্রলয়ংকরী ভূমিকম্পের ক্ষেত্রে।
এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ ও ৭ অক্টোবর দুদিনের ভূমিকম্পের ৪০টির বেশি ঘটনা ঘটে ওই দ্বীপে। বেশিরভাগ ভূ-কম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২.৭ এর ঘরে। এরপর ১৩ অক্টোবর একদিনে আসে ৪৪ টি ভূ-কম্পের ঘটনা যেগুলোর বেশিরভাগের মাত্রা ছিল ২.১।