ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত (২৭)ডাকাত নিহত হয়েছেন। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে নিহত ডাকাতের নাম- পরিচয় নিশ্চিত করা যায়নি।
শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন জানান, গোপন সংবাদ ছিল যে, বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে ডাকাতরা অবস্থান নিয়েছে। পরে কসবা থানা পুলিশের দুটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাতদের হামলায় কসবা থানা পুলিশের ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।