g আশুগঞ্জে ৩০ হাজার মিটার কারেন্ট জালে দেওয়া হল আগুন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৩০ হাজার মিটার কারেন্ট জালে দেওয়া হল আগুন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৯, ২০১৭
news-image

---

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অফিস।

রবিবার উপজেলাধীন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিস জানায়, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান হিসাবে উল্লেক করা হয়। এসময় মা ইলিশ না ধরার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জের মেঘনা নদী থেকে ভৈরব নৌথানা পুলিশের সহযোগীতায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারিনি উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। পরে আশুগঞ্জ ফেরীঘাট এলকায় জব্দ করা ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
আশুগঞ্জ মৎস্য কর্মকর্তা বলেন , ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রজননের সময় মা ইলিশ ধরা, বিক্রি করা ও মজুদ করা বেআইনি। এরই আংশ হিসাবে আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর