ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ ও কুতুব স্মৃতি সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
---
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবলের ঐতিহ্য পুনরোদ্ধারের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠক, কর্মীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ এবং ফুটবল খেলোয়ারদের সংগঠন কুতুব স্মৃতি সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে লোকনাথ দিঘীর পাড় মাঠে ব্যতিক্রমধর্মী এ খেলায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার কৃতি সংগঠক আলহাজ্ব হারুণ – অর -রশীদ, ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুর স¤্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠক মাঈনুউদ্দিন খাজা, এম এ মালেক, আলহাজ্ব রফিকুল ইসলাম, ইকরামুল হক, রুবেল, মোঃ রাজিব প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল ,সহ সভাপতি মোঃ হোসেন , সাজ্জাদ হোসেন হেলাল, সোহেল এর নেতৃত্বে শিল্পী সংসদ এবং কৃতি খেলোয়ার মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে কুতুব স্মৃতি সংঘ এ ম্যাচে অংশ নেয়।
মঞ্চে সঙ্গীত, নাটক, আবৃত্তিতে জনপ্রিয় শিল্পীদের ক্রীড়া মাঠে উপস্থিতি, খেলায় অংশগ্রহণ এবং তাদের সাথে ফুটবল খেলোয়ারদের সেতুবন্ধন, ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সকলকে উদাত্ত আহবানের এই ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক ক্রীড়া মোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচে ৫-৩ গোলে কুতুব স্মৃতি সংঘ জয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ মিজানুর রহমান।