ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজার দর কমতে শুরু করেছে
---
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে ব্রাক্ষনবাড়িয়ার বিভিন্ন বাজারে চালের দাম কমতে শুরু করেছে। গত ২/১ দিনে সব ধরনের চালের দাম কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা। চাল ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে লাগামহীন চালের বাজার কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। তবে খুচরা বিক্রেতারা লাগামহীন চালের বাজারের জন্য কিছু সংখ্যক অসাধু আড়ৎদার ও মিল মালিকের কারসাজিকে দায়ী করেছেন। অসাধু ব্যবাসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় এবং খোলা বাজারে ওএমএস এর চাল আসায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাট-বাজারে কিছুটা কমে এসেছে চালের দাম। পরপর দু’দফায় বন্যায় বুরো ফসল নষ্ট হওয়ায় চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে যেভাবে লাগামহীন বাজার বাড়তে শুরু করতে শুরু করেছে সেটাকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অবৈধভাবে গোদামে চাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার সন্দেহে ভ্রাম্যমান আদালত জেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। তবে সামনে আমন মওসুম থাকায় বাজার না বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
এছাড়াও সরকার কর্তৃক ও,এম,এস এর চাল বিক্রী করায় খোলা বাজারে এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের চাল বস্তাপ্রতি দেড়শত থেকে দুইশত টাকা পর্যন্ত কমেছে। তবে ব্যবসায়ীরা জানান ইতোমধ্যে সব ধরেনর চালের দামই কমেছে। সরকারের নজরদারী থাকলে আর নতুন করে চালের দাম বাড়বে না।,ব্রাহ্মণবাড়িয়া চাউলকল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ জানিয়েছেন সরকার মজুদদারদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তাতে করে বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে।অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবার দাবি করছি।