g চাল নিয়ে রাজনীতি হচ্ছে : খাদ্যমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৯ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

চাল নিয়ে রাজনীতি হচ্ছে : খাদ্যমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে এক কোটি মেট্রিক টন চাল মজুদ আছে। দেশে চালের দাম নিয়ে চালবাজি হচ্ছে, রাজনীতি হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে সুক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিভাগীয় ও জেলা শহরে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) থেকে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ শুরু হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালুর কথা থাকলে তা সম্ভব হয়নি। এছাড়া মজুদ বাড়ার পর ১৬ সেপ্টেম্বর (শনিবার) থেকে এ কর্মসূচি চালুর কথা ছিল। কিন্তু সরকারি গুদামে চালের সুষম বণ্টন না হওয়ায় তা আবারও পেছানো হলো।

এ জাতীয় আরও খবর