g ব্রাহ্মণবাড়িয়ায় মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

---

মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়র জেলা নাগরিক ফোরাম । মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দওের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অৃমত লাল সাহা, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি আল- আমিন শাহীন, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জসিম উদ্দিন ব্যাপারী,ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. উওম দাস জেলা জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন জামসেদ, জেলা খেলাঘরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংবাদিক শাহজাহান সাজু, নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক মো: সাফির উদ্দিন চৌধুরী রনি যুগ্ম সম্পাদক এমরান উদ্দিন মাসুদ সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তরা মিয়ানমারের গনহত্যার প্রতিবাদ জানিয়ে বলেন অং সাং সুচির নোবেলে শান্তি পুরস্কার বাতিল করার দাবী জানান।পাশাপাশি ৭ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে যে মানবতার ইতিহাস স্থাপন করেছেন সে জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেলে শান্তি পুরস্কার দেয়ার দাবী জানান।

এ জাতীয় আরও খবর