g শুধু উচ্চ শিক্ষিত নয়, উচ্চ মানসিকতারও হন : পরীমনি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

শুধু উচ্চ শিক্ষিত নয়, উচ্চ মানসিকতারও হন : পরীমনি

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

বিনোদন প্রতিবেদক : ৯ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কাউকে উদ্দেশ না করে লেখেন, ‘আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। ছোটলোক কোথাকার। তোর নাম উচ্চারণ করার রুচিও নেই। ‘

এই স্ট্যাটাস অপু বিশ্বাসের উদ্দেশে, এমনটা মনে করে অনেকেই বুবলীর সমালোচনা করেন। তবে বুবলী পরে আরো একটি স্ট্যাটাস। এবারের স্ট্যাটাস ছিল যারা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাদের জন্য।

তবে এই প্রসঙ্গ স্থিমিত করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন পরীমনি। পরী নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,’ হায় রে, কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর। বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের! যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠন। বাহ! কই কাজ করি আর কাদের সাথে কাজ করি! প্রফেশনাল খাতিরে পদবীটা একই “হিরোইন” 🤓 Plz stop bringing your personal problems to the public🙏 কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। ‘

পরীমনি বলেন, ‘এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দ্বায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের।

আর কবে বুঝবেন সেটা আপনারা? আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা। একটু উচ্চ মানসিকতারও হন এবার। কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান। ‘

এ জাতীয় আরও খবর