g খালেদার দশম ‘কারামুক্তি দিবস’ আজ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

খালেদার দশম ‘কারামুক্তি দিবস’ আজ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম ‘কারামুক্তি দিবস’ আজ। ২০০৭ সালের সেপ্টেম্বরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি।

এরপর থেকেই দিনটিকে দলীয় প্রধানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এ সভায় উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে দিবসটি উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞ। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’