টাঙ্গাইলে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ড্রোনসহ ২ ব্যক্তি আটক
---
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র্যাব। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তি হলেন- বাড়ির মালিক আবুল হোসেন চিশতিয়ার দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।
এছাড়া বাড়িটি থেকে একটি ড্রোন ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃংখলা বাহিনী। র্যাব- ১২ এর কমান্ডার সেলিম মো, জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্তির কথা জানান।
এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এলেঙ্গার মসিন্দা এলাকায় একতলা একটি বাড়ি ঘেরাও করে র্যাব-১২ এর সদস্যরা। পরে ভোরে সেখানে অভিযান চালানো হয়।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার হাসান চিশতির বাড়ি ঘিরে রাখা হয়।
পরে মঙ্গলবার সকালে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক, একটি ড্রোন, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় র্যাব।