সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭
---
নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী (৬৫) আর নেই। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, সঞ্জীব চৌধুরী একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। তিনি দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারাল।
সঞ্জীব চৌধুরীর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : সেতুমন্ত্রী
ইলিশ মাছের মালিকানা পেল বাংলাদেশ



