কেনিয়ার নির্বাচন বাতিল ঘোষণা আদালতের
---
আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে অনুষ্ঠিত কেনিয়ার জাতীয় নির্বাচন বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে নির্বাচনের নির্দেশ দিয়েছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে অনিয়ম হচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি ডেভিড মারাগা বলেছেন, গত ৮ আগস্টে অনুষ্ঠিত নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি।
গত মাসে নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন উহুরু কেনিয়াত্তাকে বিজয়ী ঘোষণা করে। তবে বিরোধীদের দাবি, কমিশনের কম্পিউটার ব্যবস্থায় হ্যাক করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, নির্বাচন কমিশনের ফল বাতিল ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে আদালত। রায় ঘোষণার পর বিরোধী দলের সমর্থকরা রাজধানী নাইরোবিতে আদালত প্রাঙ্গনের বাইরে আনন্দ মিছিল করেছে।