আকাশসীমা লঙ্ঘনে মিয়ানমারকে কড়া প্রতিবাদ বাংলাদেশের
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭
---
নিউজ ডেস্ক : মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার ‘রোহিঙ্গা ইস্যুতে’ নিরাপত্তা অভিযানের নামে আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মিয়ানমারের হেলিকপ্টার গত কয়েকদিনে তিন দফায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার পর কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোমেটিক নোট’ পাঠানো হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মিয়ানমারকে সহায়তা করে আসছে, তখন এই ধরনের আচরণ নিজেদের পাস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে ব্যাহত করবে। এভাবে আকাশসীমা লঙ্ঘন প্রতিবেশীসুলভ আচরণ নয় এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে।