জেএমবি’র আইটি প্রধান রাকিব গ্রেফতার
---
নিজস্ব প্রতিবেদক :দিনাজপুরের কান্তজির মন্দিরে বোমা হামলায় জড়িত নব্য জেএমবি’র তামিম গ্রুপের বদরী শাখার আইটি প্রধান রাকিবুল ইসলাম রাকিবকে (২৯) জেহাদী বইসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান। এর আগে, মঙ্গলবার রাতে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিবুল ইসলাম রাকিব টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। তিনি নব্য জেএমবি’র তামিম গ্রুপের বদরী শাখার আইটি প্রধান।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, দিনাজপুরের কান্তজির মন্দিরে বোমা হামলাসহ বিভিন্ন নাশকতায় জড়িত রাকিবুল ইসলামকে জেহাদী বইসহ টংভাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাকিব বিভিন্ন নামে ১৩টি ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টি করতেন। ২০১৫ সালের ১৩ আগস্ট হাতিবান্ধা থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় জামিন নিয়ে পুনরায় আইটি ব্যবহার করে নতুন করে জেএমবিকে সংগঠিত করার অপচেষ্টা করছিলেন তিনি।
এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিবান্ধা থানায় মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।