‘পাসপোর্টের আবেদন ফরমে সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে’
---
পাসপোর্টের জন্য করা আবেদন ফরমে সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।
পাসপোর্ট সেবা খাতে হয়রানি কমাতে ওই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মাসুদ রেজওয়ান বলেন, ‘পাসপোর্ট সেবাপ্রার্থীদের একটি বড় সমস্যা হলো আবেদনপত্র সত্যায়ন করা। সত্যায়নের জন্য পাসপোর্ট-প্রার্থীরা দালালদের সাথে যোগাযোগ করে। আর দালালরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর পাসপোর্টটি করিয়ে দেওয়ার কথা বলে নানাভাবে টাকা আদায় করে।’
মহাপরিচালক আরো বলেন, ‘আবার অনেকে যথাসময়ে এসে পাসপোর্ট সত্যায়ন করতে না পেয়ে আবেদন জমা না দিয়েই চলে যায়। তাই যাতে কাউকে ফেরত না যেতে হয়, সে জন্য আমরা সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এ-সংক্রান্ত একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিং-এর জন্য রয়েছে। আশা করছি শিগগিরই আমরা অনুমোদন পাব। এতে জনগণের ভোগান্তি বহুলাংশে লাঘব হবে।’
সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরো বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী, পাসপোর্ট প্রার্থীদের ৫৪ দশমিক পাঁচ শতাংশ দালালের কাছে যায়। তাই সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাসপোর্ট অফিসে এসেই দালালের সহযোগিতা গ্রহণের মনোভাব পরিহার করতে হবে।’