বারবার এক সরকারকে দেখতে চায় না জনগণ: এরশাদ
---
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ বারবার একই সরকারকে আর দেখতে চায় না। বিএনপির রাজনৈতিক অবস্থা একেবারেই নাজুক, তাই আগামীতে জাতীয় পার্টির ওপর জনগণের ভরসা।
মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রী কলেজ মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ অপ্রতুল। তাই বন্যাকবলিত মানুষকে ত্রাণদানের পাশাপাশি পুনর্বাসন করতে হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। তবে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা রায়ের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. শওকত চৌধুরী এমপি, রংপুর মহানগর জাপা সভাপতি গোলাম মোস্তফা ভাই, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা এম এ রাজ্জাক, সাজ্জাদ পারভেজ, এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের বন্যাকবলিত এক হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।